ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শালিখায় আ.লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
শালিখায় আ.লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে বোমা হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সীমাখালি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার নির্বাচনী অফিসে সন্ধ্যার পর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীরা পরপর দু’টি বোমা বিস্ফোরণ ঘটালে অফিসে থাকা লোকজন দ্রুত সরে যায়। এর পর সন্ত্রাসীরা ওই অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে দ্রুত সটকে পরে। পরে পুলিশ গিয়ে এলাকায় অবস্থান নেয়। এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।  

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনা খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ততোক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দু’টি বিস্ফোরিত ও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। কারা কিভাবে এ ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ