রোববার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
** লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত চায় আ’লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা তুলে ধরেন ঢাকা অবস্থিত কূটনীতিকদের সামনে তুলে ধরেন এইচ টি ইমাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সদস্য সচিব ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আরাফাত।
অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ‘ফ্রম মুজিব টু হাসিনা: আওয়ামী লীগ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা’ নামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। বঙ্গবন্ধুর সময় থেকে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে ওই বইয়ে।
অনুষ্ঠানে বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দের এইচ টি ইমাম, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং ড. আতিউর রহমান।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
টিআর/জিপি