সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাঘাটা-ফুলছড়ি আওয়ামী লীগের উদ্যোগে সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে জঙ্গি দমন করেছে তাই দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা-ফুলছড়ি আসনের আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
ফজলে রাব্বি মিয়া বলেন, নৌকার জয় মানে তারুণ্যের জয়, নৌকার জয় মানে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির জয়। তাই বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, ওর্য়াকাস পার্টির পলিট বুরো সদস্য আমিনুর ইসলাম গোলাপ, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনটি