ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

যে এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেওয়া উচিত: আমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
যে এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেওয়া উচিত: আমু

ঝালকাঠি: ভোটের অর্থ হচ্ছে এলাকার উন্নয়ন, জনগণের সুযোগ-সুবিধা বাড়ানো। তাই যে সরকার বা ব্যক্তি এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু।

সোমবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

ওই দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে ঝালকাঠিতে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এরপর তিনি কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা বাজার, বেশাইনখান, খাজুরিয়াম ভীমরুলি, শতদশকাঠী, পাঞ্জপুথিপাড়া গ্রামে পথসভা, উঠান বৈঠকে ও গণসংযোগে করেন।

এসময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ