শনিবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশে অংশ নিতে জনসাধারণের আগমনে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা জনস্রোতে পরিণত হয়েছে।
সরিজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতকর্মীরা বেলা ১১টার পর থেকে উদ্যানমুখী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে।
সিএনজি চালিত অটোরিকশাকে নৌকার আদলে সাজিয়ে টিএসসি-শাহবাগ ঘুরে বেড়াচ্ছেন সরক্ষিত নারী সংসদ সদস্যপদ প্রার্থী (কুমিল্লা-২ আসন) সরকার সেলিনা রহমান। বাংলানিউজকে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি দায়িত্ব দিলে সমাজের অসহায় লোকদের জন্য কাজ করতে চাই।
অন্যদিকে টিএসসির রাজু ভাস্কর্যের বিপরীত পাশে উদ্যানের গেট দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেশি প্রবেশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতকর্মীরা এখানে জমায়েত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হাসান বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের বিকল্প নেই। আমরা সবাই মিলে আজকে বিশাল বিজয় উদযাপন করব।
অন্যদিকে জনতার উপচেপড়া ঢেউ কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছড়িয়ে গেছে। পল্টন থেকে হাইকোর্ট ফোয়ারা হয়ে দোয়েল চত্বর দিয়ে টিএসসির মোড় পর্যন্ত নেতাকর্মীদের পদাচারণায় মুখরিত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শনিবার প্রথমবারের মতো জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের পর এটাই প্রথম জনসভা আওয়ামী লীগের। এ সমাবেশ থেকে বিপুল সমর্থন জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দলীয় তৃণমূল নেতা-কর্মীদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি-মাদক-সন্ত্রাস নির্মূলে দলীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ অনুশাসনমূলক নির্দেশনাও দেবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯/আপডেট: ১৩৪৬ ঘণ্টা
এসকেবি/জিসিজি/এমজেএফ