বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এখনও ৪৫ শতাংশ মানুষের জীবিকা আসে কৃষি থেকে। কৃষিকে আমরা শিল্পায়ন করে, প্রক্রিয়াজাত করে, বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করবো। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে জাতীয় পুষ্টি এবং নিরাপদ খাদ্য।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি