ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনীর ৬ উপজেলায় আ’লীগের মনোনয়ন চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
ফেনীর ৬ উপজেলায় আ’লীগের মনোনয়ন চূড়ান্ত ফেনীর ৬ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা, ছবি: সংগৃহীত

ফেনী: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ৬ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে দলটি।

শুক্রবার (০১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনীর ৬ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা- ফেনী সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঁইয়ায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মজুমদার ও পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার।

জানা গেছে, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ