রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাউল উৎসবের সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বক্তৃতার শুরুতেই তথ্যমন্ত্রী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
তথ্যমন্ত্রী এ অনুষ্ঠানে বিকেলে আসার কথা থাকলেও আওয়ামী লীগ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের দ্রুত সুস্থতার জন্য আয়োজিত মিলাদ শেষ হওয়ার পর সন্ধ্যায় যোগ দেন।
উৎসব আয়োজক সংস্থা বাউল তরী’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে নিজস্ব সংস্কৃতিকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, বাউল গান আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। এ গান জীবনের কথা বলে, মনের গভীরের কথা বলে, অসাম্প্রদায়িক চেতনার কথা বলে।
এ সময় বাউল গানের প্রসারে সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হঠাৎ অসুস্থতার খবরে সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটে যান তথ্যমন্ত্রী। সেখানে হৃদরোগ বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেতুমন্ত্রীকে দেখার পর সাংবাদিকদেরকে সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এএটি