ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শান্তিপূর্ণভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
শান্তিপূর্ণভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: হানিফ

কুষ্টিয়া: ‘দেশের প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এরপরও কোনো রাজনৈতিক দল বা দলের নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে বলতে হয় তারা সবসময় এ দেশকে অস্থিতিশীল ও অশান্ত দেখতে পছন্দ করেন। দেশের শান্তিপূর্ণ পরিবেশ তাদের পছন্দ নয়।’

বুধবার (২০ মার্চ) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

তারই প্রেক্ষিতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দল যারা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলেছে, আসলে তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ দেখে হতাশ। তাদের এ মন্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। ’

গত ১৮ মার্চ (সোমবার) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৯ মাইল নামক এলাকায় অস্ত্রধারীদের বার্স্ট ফায়ারে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। চট্টগ্রাম নেওয়ার পথে হেলিকপ্টারে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম এবং ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হানিফ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ