মঙ্গলবার (৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারের মধ্যে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী, হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীসহ দলের কেন্দ্রীয় নেতা-কর্মীরা।
এর আগে, সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে তাদের বরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ র ম সেলিম, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসআরএস