ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

পঞ্চমধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
পঞ্চমধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

ঢাকা: পঞ্চমধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (১৯ মে) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ১৬টি উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
পঞ্চমধাপের উপজেলা নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মো. আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গা উপজেলায় মো. আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আব্দুল মতিন চৌধুরী, বরগুনার তালতলী উপজেলায় মো. রেজবি-উল-কবির, পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সদর উপজেলায় রীনা পারভীন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এম এ রশিদ, মাদারীপুর সদর উপজেলায় কাজল কৃষ্ণ দে।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলা উপজেলায় মো. শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মো. তানভীর ভূঞা, বাঞ্ছারামপুর উপজেলায় মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মো. আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গোলাম সারওয়ার, নোয়াখালী সদর উপজেলায় এ. কে. এম সামছুদ্দিন।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১৯ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ