শনিবার (১৫ জুন) বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
ঘোষিত ফলাফলে জানা যায়, জেলা যুবলীগের ১২টি ইউনিটের ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এরআগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
এছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য তানভীর ইমামসহ জেলা আওয়ামী লীগ নেতা, কেন্দ্রীয় যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
জিপি