শুক্রবার (২৮ জুন) দুপুর ২টার পর ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে দাবি পূরণের কোনো আশ্বাস আমরা পায়নি।
আন্দোলনরতদের চারটি দাবি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নামপদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যাহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এসকেবি/এএটি