বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ ও সাবেক এমসি কলেজ ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকারের কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকারের অনুসারী এমসি কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ছাত্রবাসে থাকেন। সম্প্রতি সৌরভ গ্রুপের কিছু অনুসারী তাদের ছাত্রাবাসে গিয়ে ধাওয়া করে। এ ঘটনার জেরে ক্যাম্পাসে সৌরভ গ্রুপের কর্মী সমর্থকদের ধাওয়া করে সঞ্জয় গ্রুপের কর্মী-সমর্থকরা। এসময় সৌরভ গ্রুপের অনুসারী সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী সমর্থকরা পাল্টা ধাওয়া করে। উভয় গ্রুপ টিলাগড় আলোচিত আওয়ামী লীগ নেতা রনজিত সরকারের অনুসারী বলেও জানা গেছে।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আগেই কলেজ প্রশাসন পুলিশের সাহায্য চায়। খবর পেয়ে শাহপরান (র.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, সৌরভ ও সঞ্জয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ্রে ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এনইউ/ওএইচ/