তিনি বলেন, আগামী কাউন্সিলে ওয়ার্ড পর্যায়ের ত্যাগী-সাহসী নেতাকর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে কমিটি করা হবে। এ কমিটির সভাপতি/সম্পাদকদের নিয়ে প্রতিমাসে একটি করে কর্মশালা করা হবে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সবকথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সবার সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের কমিটি করলে দলে কোনো দ্বন্দ্ব থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুস্থ্য ধারার রাজনীতি চালু করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফছার আলীর পরিচালনায় বোচাগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএইচ