বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পরিকল্পনামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী প্রজন্মকে আমরা একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে কাজ করছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য আলাউদ্দিন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক যুগ্ম সচিব আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম প্রমুখ।
এরআগে, দুপুরে মন্ত্রী নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও শংকপুর সড়কে ১ কোটি সাত লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সড়কের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এনটি