ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে: কাদের

ঢাকা: বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপো চত্বরে অনুষ্ঠিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে আটটি বিআরটিসি বাস দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তাদের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, বিএনপিকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি রোববার সকালেই দেওয়া হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করছেন ওবায়দুল কাদের।  ছবি: ডিএইচ বাদল

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।

পরে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রোববার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।  

তবে রোববার সমাবেশ করার অনুমতি মিলবে কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসকে/এসএ

আরও পড়ুন>>>বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ