ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মেঘে মেঘে বেলা অনেক গেছে: হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
মেঘে মেঘে বেলা অনেক গেছে: হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

ঢাকা: নিজের বয়সের কথা জানিয়ে আগামী দিনে দলের দায়িত্ব নিতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন টানা ৯ বার বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে গণভবনে সম্মেলন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিনা- প্রতিদ্বন্দ্বিতায় টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এ সম্মেলনে টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওবায়দুল কাদের।  

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বুড়ো হয়ে গেছি, একটু তো... ৭৩ বছর বয়স, বয়স কম না। মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে। ’ 

নতুন নেতা তৈরি করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘৮১ সালে আসছি। মাত্র ৩৪ বছর বয়স তখন। সে সময় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছি আর এখন ৭৩ বছর। এটা মাথায় রেখে আগামী দিনে নেতৃত্ব আপনারা গড়ে তুলবেন সেটা আমরা চাই। ’

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমইউএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ