শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে ঢাকা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।
সাঈদ খোকন বলেন, সাড়ে চার বছর আমি একাগ্রতা, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করেছি।
মেয়র বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) দল থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। দল থেকে যদি আমাকে সুযোগ দেয়, আর আপনারা যদি আমার পাশে থাকেন, সবার দোয়ায় নির্বাচিত হই, তাহলে বাকি কাজগুলোও শেষ করতে পারবো। বাকি কাজগুলো করার জন্য আমাকে আর একবার সুযোগ দিন।
তিনি বলেন, তৃতীয় প্রজন্ম হিসেবে ঢাকাবাসীর সেবা করার সুযোগ হয়েছে আমার। এরআগে আমার বাবার ও নানা ঢাকাবাসীর সেবা করে গেছেন।
তিনি আরও বলেন, ৩১টি পার্ক-খেলার মাঠ দখলমুক্ত করেছি। বেশ কিছু পার্ক আন্তর্জাতিক মানের করা হচ্ছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি উন্মুক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। মাঠ উদ্ধার করা সহজ কাজ ছিলো না। মাঠগুলোতে ট্রাকস্ট্যান্ড ছিল। মাঠে কনস্টাকশন ইয়ার্ড বানিয়ে রাখা ছিল। আমি চেষ্টা করেছি। করতে পেরেছি। তবে আরও কাজ বাকি আছে। রসুলবাগে বৃষ্টি হলে কোমর সমান পানি হতো। এ পানিকে ধরে রেখে রিসাইকেলিং করে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছি। ৮৫ থেকে ৯০ শতাংশ রাস্তাঘাট করে দিয়েছি। ঢাকা শহরে কোনো পাবলিক টয়লেট ছিলো না। প্রায় ৫০ টি আধুনিক টয়লেট করেছি। শহরের ময়লা পরিষ্কার করতে নানা পদক্ষেপ নিয়েছি। নিজে রাত জেগে থেকে প্রতি বৃহস্পতিবার শহরের ময়লা পরিষ্কার করেছি।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকাবাসীর সামাজিক, রাজনৈতিক একটা ঐতিহ্য আছে। অর্থনৈতিক দিক থেকেও বিশাল অবদান রেখেছি। গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশে সরকার প্রতি বছর যে রাজস্ব আরোহন করে তার শতকরা ৬০ শতাংশ ঢাকাবাসী যোগান দেন। আর বাকি ৪০ শতাংশ সারাদেশের মানুষ দিয়ে থাকে। এ শহরের গোড়াপত্তন থেকে ব্যবসা থেকে শুরু করে সব বিষয়ে ঢাকাবাসীর একটি ভূমিকা আছে।
ঢাকা সমিতির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির অন্য সদস্যসহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
** ‘কঠিন সময়ে’ কেঁদে ফেললেন সাঈদ খোকন
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
পিএস/ওএইচ/