ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মুজিববর্ষ নিয়ে রাজনীতি হীনমন্যতার পরিচয়: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
মুজিববর্ষ নিয়ে রাজনীতি হীনমন্যতার পরিচয়: নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি গর্বিত। মুজিব জন্মশতবাষির্কী অনেকের জীবনে কোনো দিন আসেনি, আর আসবেও না। দেশের সব মানুষের কাছে উৎসবে পরিণত হয়েছে মুজিববর্ষ। অথচ বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে। এটা নিয়ে রাজনীতি করা হীনমন্যতার পরিচয়। 

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।  

নাসিম বলেন, মুজিববর্ষ পালন না করা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপণার পরিচয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ পাওয়া বাঙ্গালির জীবনে বড়ই সৌভাগ্যের।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান উপস্থিত ছিলেন।  

বিকেলে তিনি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ সার্কিট হাউসে স্থাগিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ