মঙ্গলবার (২১ এপ্রিল) বকশীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে বকশীগঞ্জ থানায় র্যাব-১৪ এর নায়েব সুবেদার আলতাফ হোসেন বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতা এবং বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালামের বিরুদ্ধে বিশেষ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাট্টাজোর নতুন বাজার এলাকা থেকে ৭১০ কেজি চাল জব্দ করা হয়। এসব চালের ডিলার ডা. মুন্নাফের কাছ থেকে কিনে নেন আবুল কালাম।
পরে সেই চাল জব্দ করে থানায় জমা দেওয়াসহ ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
এদিকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মঙ্গলবার বিকেলে ডা. আব্দুল মুন্নাফকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এসআরএস