ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রিজভী সাহেব আহাম্মকের ভাগাড়ে বসে কথা বলছেন: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ৪, ২০২০
রিজভী সাহেব আহাম্মকের ভাগাড়ে বসে কথা বলছেন: তথ্যমন্ত্রী

ঢাকা: দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি প্রসঙ্গে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবীর রিজভী সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকারের আহাম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’। এর প্রতিউত্তরে রিজভীকে তীব্র গালমন্দ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আহাম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব নিজেই আহাম্মকের মতো কথা বলছেন।

সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয়, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।

বর্তমান সরকারের সমালোচনা না করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কীভাবে দুর্যোগ মোকাবিলা করেছে সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। সে সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেগুলো নিরাপদ স্থানে না সরানোয় সেদিন এক ডজনেরও বেশি বিমান ধ্বংস হয়। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করার কারণে অনেকগুলো জাহাজও সেদিন নষ্ট হয়। এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপরেও উঠে এসেছিল। অর্থাৎ, তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়া সরকারের আহম্মকির কারণে এসব ঘটনা ঘটেছিল।

করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকা, এ দুই বিষয় মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রশংসিত হয়েছে।

‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে। এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে। ভারত, পাকিস্তান, এমনকি চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো, সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে। কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা। ’

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৪, ২০২০
জিসিজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ