ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাকা দক্ষিণ আ. লীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০
ঢাকা দক্ষিণ আ. লীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুন) শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরিফুল ইসলাম শরিফ, ৩৯ ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ডের সভাপতি মো. রোকনউদ্দীন রোকনসহ স্থানীয় ওয়ার্ড, থানা ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

 

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ