বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে বুলবুল ও আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, একসময় সাইক্লোনে দুই লাখ মানুষ প্রাণ দিয়েছিল।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান
নার্গিস জাহান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।
এ সময় উপজেলায় ২৪০ বান্ডিল ঢেউটিন ও প্রতিবান্ডিলের জন্য মিস্ত্রি খরচ বাবদ ৩ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এনটি