ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনের শ্রমমন্ত্রীকে প্রবাসীকল্যাণমন্ত্রীর অভিনন্দন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
বাহরাইনের শ্রমমন্ত্রীকে প্রবাসীকল্যাণমন্ত্রীর অভিনন্দন খন্দকার মোশাররফ হোসেন

বাহরাইন: দ্বিতীয়বারের মতো শ্রমমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাহরাইনের শ্রমমন্ত্রী জামিল বিন মোহাম্মদ আলী হুমাইদানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সম্প্রতি এক অভিনন্দন বার্তায় খন্দকার মোশাররফ হোসেন এ ‍অভিনন্দন জানান।



মন্ত্রী বলেন, জামিল বিন মোহাম্মদ আলী হুমাইদানের সময়ে বন্ধুপ্রতিম উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।

তিনি বাহরাইনের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

জামিল বিন মোহাম্মদ বর্তমানে দেশের বাইরে থাকায় তার দফতরে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার কাছে এ অভিনন্দন বার্তা হস্তান্তর করেন বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম।

বালাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ