ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে প্রবাসীকে ৩ দিন আটকে রেখে নির্যাতন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বাহরাইনে প্রবাসীকে ৩ দিন আটকে রেখে নির্যাতন লু‍ৎফুর মোল্লা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: বাহরাইনের তুবলি এলাকায় লু‍ৎফুর মোল্লা (৩২) নামে এক বাংলাদেশিকে তিন দিন আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে ঈসা টাউন থানায়।



নির্যাতিত লুৎফুরের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গি গ্রামে। তার বাবার নাম মো. সুলতান মোল্লা।

সংশ্লষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। একটি রেস্টুরেন্ট কিনে ব্যবসা চালিয়ে যাওয়া লুৎফুরের সব দখলে নিতেই স্থানীয় মালিক তার ওপর নির্যাতন চালায়।

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। তবে তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

এ ব্যাপারে লুৎফুর বাংলানিউজকে জানান, তিনি ঋণ ও আত্মীয়-স্বজন থেকে ধার করে রেস্টুরেন্টে ২০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছিলেন। তার  মালিক তার রেস্টুরেন্টটি আত্মসাৎ করতেই এ ঘটনা ঘটায়।  

এ ব্যাপারে রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা লুৎফুরের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মামলাটি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। লুৎফুর যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান আমরা সেদিকে লক্ষ্য রাখছি।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ