ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বাহরাইন

সংগঠক তানভীরের স্মরণে বাহরাইনে শোকসভা ও মিলাদ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, জানুয়ারি ৮, ২০১৬
সংগঠক তানভীরের স্মরণে বাহরাইনে শোকসভা ও মিলাদ

বাহরাইন: বাহরাইনে প্রবাসী তরুণদের সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসে আমরা’র সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কামালের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে বুধবার রাত ৮টার দিকে মানামার স্থানীয় হোটেলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আবু সাইদ, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, বাংলাদেশ স্কুলের পেট্রোন গোলাম রাব্বানি, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হামেদ কাজি হাসান।

রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন শেখ আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম তরফদার, ইউসুফ হোসেন সেলিম, সাবের আহমেদ, সিরাজুল ইসলাম চুন্নু, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম আঁকন, রুহুল আমিন, প্রকৌশলী জিল্লুর রহমান, আনিসুজ্জামান মজুমদার, কাউসার আহমেদ, সোহেল সিরাজী, আখতারুজ্জামান, আবুল হোসেন তুহিন, মুকবুল হোসেন।

এছাড়াও ছিলেন প্রবাসে আমরা’র সদস্য গোলাম মাওলা, কামাল আহমেদ, মুজাম্মেল, ইমন, ওয়াসিম আকরাম, মাসুম, বোরহান, শিপু, আকরাম, আশিক প্রমুখ।

তানভীর আহমেদ গত ২৭ ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ