ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ স্কুলে বিজয়মেলার পুরষ্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
বাহরাইনে বাংলাদেশ স্কুলে বিজয়মেলার পুরষ্কার বিতরণ বাহরাইনে বাংলাদেশ স্কুল আয়োজিত ‘বিজয় আনন্দমেলা-২০১৬ এ পুরষ্কার বিতরণ

বাহরাইন: বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ স্কুল আয়োজিত ‘বিজয় আনন্দমেলা-২০১৬ এ অংশগ্রহণকারী সব স্টল মালিক ও স্পন্সরদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

স্কুল চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হামেদ কাজী হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের নবাগত প্রথম সচিব (শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান ও আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাফকাত আনোয়ার, ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বোর্ড অব ডিরেক্টরস’র সদস্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, বাংলাদেশ সোসাইটি সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, ডা. অর্জুন দে, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, আবদুল বাসেত, জয়নুল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ