ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

পনেরো বছর বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠান চালু হচ্ছে না: মির্জা জলিল

গাজী জহিরুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
পনেরো বছর বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠান চালু হচ্ছে না: মির্জা জলিল

ঢাকা: বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা খুলে দেওয়ার সরকারি উদ্যোগ থাকলেও ১৫ বছর ধরে বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো আর চালু করবে না সরকার। পাঁচ বছরে এই এ ধরনের প্রতিষ্ঠানের কারণে সরকারের লোকশান হয়েছে ৩০০ কোটি টাকা।



তবে একেবারে বন্ধ না রেখে এগুলো বেসরকারি উদ্যোগের হাতে ছেড়ে দেওয়া হবে। বাংলানিউজ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিল।

মির্জা জলিল জানান, ২০০৩ সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠন হওয়ার পর এ পর্যন্ত ৭৫টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হয়েছে। এর মধ্যে লাভজনক অবস্থায় রয়েছে ৪৪টি প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া ৮টি শিল্প প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে শ্রমিকদের হাতে। ওই প্রতিষ্ঠানগুলোর কয়েকটি বন্ধ হয়ে গেছে। কয়েকটির অবস্থা এখন খুবই নাজুক।

তিনি বলেন, সরকারের হাতে এখনো ৪০ বছরের পুরোনো শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ১৫টি। এগুলোর মধ্যে সার-কারখানাসহ কিছু গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান অনেক পুরোনো হলেও সেগুলো বেসরকারিকরণ করা হবে না।

মির্জা জলিল শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, অধিক পুরোনো শিল্পপ্রতিষ্ঠানগুলো আরো আগেই বিক্রি করে দেওয়ার প্রয়োজন ছিলো। কিন্তু সময়মতো তা করায় সরকারের কোটি কোটি টাকা লোকশান হচ্ছে। তারা উল্টো প্রাইভেটাইজেশন কমিশনের উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে।

ড. জলিল বাংলানিউজকে বলেন, ১৯৯৩ সাল থেকে সারা দেশে ৭৫টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারিকরণের পরিস্থিতি পর্যালোচনা করতে সাতটি সমীক্ষা হয়। সমীক্ষায় দেখা যায়, বেসরকারিকরণের ফলে ৭০ ভাগ প্রতিষ্ঠানে উৎপাদন ও সম্প্রসারণের ক্ষেত্রে সাফল্য এসেছে। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রতিনিয়ত লোকশান দিয়ে চলেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড করপোরেশন (বিএসএফসি), বাংলাদেশ ফিল্ম ডেফেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

তিনি বলেন, উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো দ্রুত শিল্প বিকাশের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। মালয়েশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া তার দৃষ্টান্ত। শিল্পোন্নয়নের জন্য বাংলাদেশেরও এ ধরনের উদ্যোগ নেওয়ার ওপর তাগিদ দেন ড. জলিল।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সীমাহীন লোকসান বন্ধে বেসরকারিকরণ জরুরি।

বাংলাদেশ সময়: ১১০৪  ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।