ঢাকা: ২৭ অক্টোবর বুধবার মার্কিন কংগ্রেসের কো-চেয়ারম্যান ও হোমল্যান্ড সিকিউরিটির স্ট্যান্ডিং মেম্বার কংগ্রেসম্যান পিটার কিংয়ের সঙ্গে গ্লোবাল অ্যালায়েন্সের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
গোলাম মেরাজের নেতৃত্বে প্রতিনিধি দল কংগ্রেসম্যান পিটার কিংয়ের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে মত বিনিময় করেন।
আলোচনার এক পর্যায়ে পিটার কিং আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য সন্ত্রাসবাদ নির্মূল সম্মেলনে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল নিয়ে অংশগ্রহণে সম্মতি জানান।
আলোচনায় পিটার কিং সাম্প্রতিক বাংলাদেশে বিরাজমান ধর্মনিরপে আবহের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের অগ্রযাত্রায় ওয়াশিংটন সরকারের সব ধলনের এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করণের আশ্বাস দেন।
কিং গোলাম মেরাজকে আশ্বস্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোনও মুসলমান যদি বিনা কারণে হয়রানির শিকার হন বা নিগৃহীত হন, তার যথাবিহিত প্রতিকার বিধানের ব্যবস্থা করা হবে। ’
প্রতিনিধি দলে আরও ছিলেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মোমেন হাওলাদার, আকবর মিলনসহ যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বাংলাদেশি ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০