ঢাকা: রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের প্রবেশ পথের মাঝখানের দেয়ালে টাইলস পেইন্টিংয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস কৃষ্টি, কালচার, ঐতিহ্য সম্বলিত ছবি এবং একজন বাউলের ভাস্কর্য অংকনের সরকারি উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না।
চার মাসের বেশি সময় পার হলেও তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠির ব্যাপারে বিটিভির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রবেশ পথের দেয়ালে বর্তমানে আঁকা রয়েছে ধানের শীষের ছবি।
অভিযোগ রয়েছে, বিতর্কিত কয়েকজন কর্মকর্তার কারণে এ উদ্যোগ গুরুত্ব পাচ্ছেনা বাংলাদেশ টেলিভিশনে।
সরকার পরিবর্তনের সাথে সাথে বিটিভি কর্মকর্তা-কর্মচারিদের অনেকে রাতারাতি ভোল্ট পাল্টালেও এ ব্যাপারে তাদের ভূমিকা নেতিবাচক বলেই জানিয়েছে রাষ্ট্রীয় প্রচারমাধ্যমটির একটি সূত্র।
বিটিভির প্রশাসন শাখায় খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ জুলাই ২০১০ তারিখে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব তন্দ্রা সিকদারের স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘বাংলাদেশ টেলিভিশন ভবনের সম্মুখে ২ নং গেট এবং ৩ নং গেটের মাঝখানের দেয়ালে টাইলস পেইন্টিং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কৃষ্টি, কালচার, ঐতিহ্য সম্বলিত ছবি এবং একজন বাউলের ভাস্কর্য (স্টেইনলেস স্টিলের) নির্মাণ করা হবে। ’
ওই চিঠিতে দ্রুত মতামত মন্ত্রণালয়ে জানানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
কিন্তু অজ্ঞাত কারণে এখনও মতামত জানা যায়নি বিটিভি কর্তৃপক্ষের।
এ ব্যপারে বিটিভির মহাপরিচালক আবু জাফর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, দেওয়ালে কী ছবি আঁকা আছে তা খেয়াল করে দেখা হয়নি, আর মন্ত্রণালয়ের কোনো চিঠির বিষয়ও আমার জানা নেই। তবে তেমন কিছু থাকলে সে ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
অভিযোগ রয়েছে, যে সব কর্মকর্তা মতামত দেওয়ার ব্যপারে নিরব ভূমিকা পালন করছেন তারা বিটিভিতে বিএনপি‘র চিহ্নিত সমর্থক, তাদের আমলাতান্ত্রিক প্যাঁচেই আটকে আছে মন্ত্রণালয়ের নির্দেশ।
বাংলাদেশ স্থানীয় সময় ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০