ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় আগরতলা ও ঢাকা

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট, আগরতলা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় আগরতলা ও ঢাকা

আগরতলা: বাংলাদেশসহ উত্তরপূর্ব ভারতের উন্নয়ন এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরা ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

ত্রিপুরা সফরে এসে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠকে বসেন।

ওই বৈঠকেই এ বিষয় নিয়ে কথা হয়।  

বৈঠকে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

আগরতলায় সচিবালয় ‘মহাকরণে’ মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় সোয়া ঘণ্টব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দীপু মনি বলেন, ‘পুরো অঞ্চলের জনগণের জন্য নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিষয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। ’

তিনি বলেন, ‘শুধু দুই দেশের জন্য নয় এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে চায়। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মানিক সরকারও আমার সঙ্গে এসব বিষয় নিয়ে একমত পোষণ করেছেন। ’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরা সহযোগিতামূলক মনোভাবের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ ব্যাপারে তিনি বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পূর্তির আগে ত্রিপুরায় আসতে পেরে আমরা গর্বিত। স্বাধীনতার স্মৃতি রক্ষার যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। ’

বৈঠকে ত্রিপুরার চিফ সেক্রেটারি এস কে পান্ডা, প্রিন্সিপাল সেক্রেটারি এল কে গুপ্তা, ঢাকায় ভারতীয় হাইকমিশনার রাজিত মিটার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম, কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বৈঠকে অংশ নেন।

বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা অসীম দত্ত রায় বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ ও ত্রিপুরার দ্বিপক্ষীয় বিষয় আলোচনার এজেন্ডায় ছিল। ’

এর আগে স্থানীয় সময় বেলা এগারোটায় পররাষ্ট্রমন্ত্রী আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসেন। সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ত্রিপুরা সীমান্তে পররাষ্ট্রমন্ত্রীকে ত্রিপুরায় স্বাগত জানান রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।