ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

স্বাগত ২০১৩

সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, জানুয়ারি ১, ২০১৩
স্বাগত ২০১৩

ঢাকা: নতুন বছরের প্রথম সূর্য উঠবে কাল পুব আকাশে। কাল নতুন দিন।

মহাকালের চিরন্তন গতি প্রবাহে বিগত হয়ে গেলো আরো একটি বছর। শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৩।

নতুনের প্রতি মানুষের সব সময় থাকে বিশেষ দৃষ্টি। থাকে আগ্রহ। থাকে উদ্দীপনা। নতুনের মধ্যেই তো নিহিত অমিত সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুযোগ করে দেবে নতুন বছর। তবে একটি নতুন দিন কি পারে সব বদলে দিতে! হ্যা অথবা না।

তবে নতুন এদিনটি সত্যিই আলাদা করে দেখবার। আলাদা করে পাবার। নতুন বছরের প্রকৃতির মতো আমরা যেন হতে পারি উদার। আমাদের জীবন যেন সংগীতের মূর্ছনায়, গোলাপের সৌরভে বিকশিত হয় এই কামনায় স্বাগত ২০১৩।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।