ঢাকা: নতুন বছরের প্রথম সূর্য উঠবে কাল পুব আকাশে। কাল নতুন দিন।
নতুনের প্রতি মানুষের সব সময় থাকে বিশেষ দৃষ্টি। থাকে আগ্রহ। থাকে উদ্দীপনা। নতুনের মধ্যেই তো নিহিত অমিত সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুযোগ করে দেবে নতুন বছর। তবে একটি নতুন দিন কি পারে সব বদলে দিতে! হ্যা অথবা না।
তবে নতুন এদিনটি সত্যিই আলাদা করে দেখবার। আলাদা করে পাবার। নতুন বছরের প্রকৃতির মতো আমরা যেন হতে পারি উদার। আমাদের জীবন যেন সংগীতের মূর্ছনায়, গোলাপের সৌরভে বিকশিত হয় এই কামনায় স্বাগত ২০১৩।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর