মতিঝিলের চারিপাশ ঘুরে: হোটেল মিডওয়ের সামনে আস্ত এক ল্যাম্পপোস্টই উপড়ে আছে রাস্তায়। বিএনপির অফিস বরাবর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ল্যাম্পপোস্টের সোলার সিস্টেম।
হোটেল বিজয়নগরের সামনে উল্টে পড়ে থাকা পোড়া গাড়িটির উর্দ্ধমুখী চাকার সেপ আর বডি দেখে কোনরকমে প্রাইভেট কার বলে অনুমান করা যায়। পল্টন থানার সামনে আগুনে পোড়া রাজাসিটি কোম্পানির এক টাউন বাস।
ডিভাইডারগুলো এখানে ওখানে ভাঙা। নানা প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছগুলোর অধিকাংশই উপড়ানো, কোন কোনটি আবার পুড়ে কয়লা হয়ে আছে। পিচঢালা রাস্তার নিরীহ শরীরে এখানে ওখানে আগুনের ক্ষত। যত্রতত্র ছড়িয়ে আছে কয়লা, ছাই। আগুন জ্বালানোর স্থানগুলোও বোঝা যাচ্ছে বেশ।
![Nayapaltan-Nazmul-2 Nayapaltan-Nazmul-2](../../../images/PhotoGallery/2013May/Nayapaltan-Nazmul-220130505225422.jpg)
এ দৃশ্য বিজয়নগর থেকে শুরু করে নটরডেম কলেজের সামনে হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত রাস্তার। মতিঝিলগামী আর সব রাস্তার অবস্থাও তথৈবচ।
হেফাজত কর্মীদের নারকীয় তাণ্ডবে আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল ও এর আশপাশের এলাকা।
শাহজাহানপুর, নটরডেম কলেজ, আরামবাগ, বাংলাদেশ ব্যাংক, বিজয়নগর এলাকার সর্বত্রই শুধু ধ্বংস আর ধ্বংসের চিহ্ন।
বায়তুল মোকাররম থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার পাশের অধিকাংশ দোকানে আগুন বা ভাঙচুরের চিহ্ন। দৈনিক বাংলা ও বিজয়নগর এলাকায় হেফাজতি উন্মত্ততার চিহ্ন যেন আরো বেশি।
ধর্মাশ্রয়ী হেফাজতের তাণ্ডবে অস্থির এসব এলাকার অনেক বাসিন্দাই বাসা-বাড়ি ছেড়েছেন অনেক আগে। গলিগুলোতে তাই কেমন যেন ভূতুড়ে পরিবেশ।
![Dainik-bangla-Nazmul-1 Dainik-bangla-Nazmul-1](../../../images/PhotoGallery/2013May/Dainik-bangla-Nazmul-120130505225406.jpg)
মুচড়ে ভেঙে রাখা অনেক গাছের গোড়া কেটে, ইট-ছাইয়ের স্তূপ সরিয়ে সড়কগুলোকে পুরোপুরি চলাচলের উপযোগী করতে ঠিক কতো সময় লাগবে সে ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীরা ঠিকঠাক ধারণা দিতে পারছে না।
আইন-শৃঙ্খলা বাহিনীর টহল আছে রাস্তায়। ঘুরেফিরে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা চাক্ষুষ করছে আমজনতা। ক্ষোভে ফুঁসছে। হেফাজতকে গালি দিচ্ছে প্রাণ খুলে। মতিঝিলের মহাসড়কে এমন ধ্বংসযজ্ঞ কেইবা কবে দেখেছে!
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মে ৬, ২০১৩
জেডএম/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর