ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

‘ডিএনএ রিপোর্ট হাতে এলেই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৩
‘ডিএনএ রিপোর্ট হাতে এলেই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন’

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সরকার অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এখন শুধু ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।



রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশের অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে মিলেনিয়াম হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন।

প্রতিমন্ত্রী বলেন, “আইন অনুযায়ী সরকার সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন করবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী র‌্যাব কাজ করে যাচ্ছে। হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক। ”

হরতাল প্রসঙ্গে টুকু বলেন, “বর্তমানে বিরোধী দল অযৌক্তিকভাবে হরতাল করছে। আমরা হরতাল করেছিলাম বঙ্গবন্ধুকে মুক্তির লক্ষ্যে, আমরা হরতাল করেছিলাম স্বৈরাচার সরকার উৎখাতের লক্ষ্যে। কিন্তু গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এ কিসের হরতাল? ”

টুকু যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, “খালেদা-জামায়াত-হেফাজত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য উঠে-পড়ে লেগেছে। তাই বর্তমান সময়ে তাদের প্রতিরোধ করা জরুরি হয়ে পড়েছে। আমরা এই অপশক্তিকে চিহ্নিত করতে পেরেছি। এখন দরকার ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ। ”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা মোল্লা আতাউর রহমান মিন্টু। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বক্তব্য রাখেন কলামিস্ট ও সংগঠক কামরুদ্দীন হীরা, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৯, ২০১৩
এমআইএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।