ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য গত সপ্তাহে করা মবিল যমুনা কোম্পানির আবেদন নাকচ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ।
শেয়ার বাইব্যাকের শর্ত নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য কোম্পানিটি এ আবেদন করে।
রোববার দুপুর ১২টায় এক জরুরি বৈঠক ডেকে আবেদন নাকচ করার সিদ্ধান্ত নেয় কমিশন।
বৈঠক সূত্র জানায়, কোম্পানির আইপিও আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়।
এ নিয়ম অনুযায়ী আগামি ২২ মার্চ এ কোম্পানির তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে। এই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে না পারলে কোম্পানিকে আইপির টাকা ফেরত দিতে হবে।
কিন্তু অর্থন্ত্রণালয়ের বেঁধে দেয়া শর্ত অনুযায়ী তালিকাভুক্তির পর শেয়ারের দর ফেসভ্যালুর নিচে নেমে গেলে ৬ মাস পর্যন্ত শেয়ার কেনার নিশ্চয়তা দিতে হবে। এই শর্ত কোম্পানিটির পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না।
এছাড়া শর্তে প্রাইমারি বিনিয়োগকারীদের শেয়ার বাইব্যাক করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু লেনদেনের ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি বিনিয়োগকারীদের আলাদা করা সম্ভব নয়।
ফলে ডিএসই ও এসইসি এ শর্ত মেনে কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে রাজি হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিটি তালিকাভুক্তির সময় বাড়ানোর আবেদন করে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৩,২০১১