ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

সরকারের তরফে আরো সক্রিয়তা দাবি

মন্ত্রণালয়ে গুরুত্ব পাচ্ছে না সংসদীয় কমিটির সুপারিশ

সাজিদুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ৯, ২০১১
মন্ত্রণালয়ে গুরুত্ব পাচ্ছে না সংসদীয় কমিটির সুপারিশ

ঢাকা: সংসদীয় কমিটিগুলোর অধিকাংশ সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। গত আড়াই বছরে এরকম সহস্রাধিক সুপারিশ বাস্তবায়নে তারা ইতিবাচক কোনও ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে।



গত ২৪ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে সুপারিশ বাস্তবায়নে দেরি করায় মন্ত্রণালয়কে সতর্কও করা হয়েছিলো।

তবে এসব সুপারিশ বাস্তবায়নে ধীরগতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেও অন্যতম বাধা হিসেবে দেখছেন একাধিক সংসদীয় কমিটির সভাপতিরা। সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো সক্রিয় ভূমিকা রাখা উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এমনকি সুপারিশ বাস্তবায়ন করাতে মন্ত্রণালয়কে চাপ দেওয়ার ব্যবস্থা করার কথাও ভাবছেন তারা।

বাংলানিউজের অনুসন্ধানে জানা গেছে, সংসদে প্রতিবেদন প্রকাশ করা হলেও অধিকাংশ কমিটির কাছে সুপারিশ বাস্তবায়নের কোনও হিসাব নেই।

এগুলোর মধ্যে কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা, শিল্প, যুব ও ক্রীড়া, তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি সুপারিশের পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতির হিসাব দিয়েছে।

প্রতিবেদন প্রকাশ করেছে অর্থমন্ত্রণালয়, সরকারি প্রতিশ্রুতি, যোগাযোগ, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পরিকল্পনা, শ্রম ও কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠান ও অনুমিত হিসাব কমিটিও। তবে অগ্রগতির কোনও হিসাব দেয়নি তারা।

তারা কেবল বৈঠকের কার্যপত্র প্রকাশ করেই দায় সেরেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল বাংলানিউজকে বলেন, ‘আমাদের কমিটির প্রতিবেদন দেখলেই সিদ্ধান্ত বাস্তবায়ন, অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ’  

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার খোকা বাংলানিউজকে বলেন, ‘সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ বলে মনে করে না মন্ত্রণালয়গুলো। যতটুকু বাস্তবায়ন করে তা-ও যথেষ্ট না। ’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম বাংলানিউজকে বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার বিষয়টি পর্যবেক্ষণ করাই সংসদীয় কমিটির কাজ। সেই লক্ষেই মতামত ও পরামর্শ দিয়ে থাকে। ’

তিনি বলেন, ‘মন্ত্রণালয়কে সাথে নিয়েই আমরা সুপারিশ ও পরামর্শ দেই। কিন্তু এগুলো বাস্তবায়নে গতি নেই। ’

গত ২৪ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে সুপারিশ বাস্তবায়ণে দেরি করায় মন্ত্রণালয়কে সতর্ক করার পর কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘কমিটির কাছে মনে হয়েছে অনেকগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে মন্ত্রণালয় যথাযথ ভুমিকা পালন করছে না। এজন্য মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে। ’

‘আমরা অনেক সিদ্ধান্ত নেই, যা মন্ত্রণালয় কার্যকর করে না’ বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার বাংলানিউজের সাথে আলাপকালে আবুল কাশেম বলেন, ‘কমিটির আগামী বৈঠকে আমরা এ বষিয়টি নিয়ে আবারও আলোচনা করবো। ’

মন্ত্রণালয়কে চাপ দিয়ে কমিটির সুপারিশ বাস্তবায়ন করাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদীয় কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের ইচ্ছারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন,‘মন্ত্রণালয় যা চায় আমরা তাই-ই করি। সুপারিশ বাস্তবায়ন না করলে তাদের চাপ দিতে হবে। ’

সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের লোকবল সংকটকে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, চলতি ৯ম জাতীয় সংসদ গঠিত হওয়ার এক মাসের মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সব কমিটি গঠন করা হয়। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি একটি রেকর্ড। ৮ম জাতীয় সংসদ শুরুর এক বছর পর কমিটি গঠন করা হয়েছিল।

এদিকে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো সক্রিয় হওয়ার দাবি করেন এই বাম নেতা।

বাংলানিউজকে তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। আমলাতান্ত্রিক জটিলতা এর জন্য দায়ী। সরকারের উচিত এ বিষয়ে আরো সক্রিয় হওয়া। ’

সুপারিশ বাস্তবায়নে সংসদীয় কমিটি তাগিদ দিলেও সেদিকে লক্ষ্য রাখে না মন্ত্রণালয়। এমন অভিযোগ বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর।

তিনি বলেন, ‘মন্ত্রণালয় যখন সুপারিশ বাস্তবায়ন করে না তখন আমরা তা বাস্তবায়নের চেষ্টা করতে থাকি। ’

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন না করার অভিযোগ অনেকদিনের। এই কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধের বিষয়টি বেশ কয়েকবার গণমাধ্যমে এসেছে।

এই কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে টেলিফোনে যোগযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।