ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

গ্রেপ্তার এড়িয়ে হরতাল পালনের কৌশল বিএনপি-জামায়াতে

মান্নান মারুফ ও আসাদ জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১০, ২০১১
গ্রেপ্তার এড়িয়ে হরতাল পালনের কৌশল বিএনপি-জামায়াতে

ঢাকা: পুলিশি হয়রানি ও গেপ্তার এড়িয়ে হরতাল সফল করার কৌশল নিয়েছে বিএনপি ও জামায়াত। তাই সমবেত তৎপরতা পরিহার করে নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



দলীয় সূত্রমতে, আগামী রোববার ভোর ছ’টা থেকে সোমবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল সফল করতে নেতা-কর্মীদের মুক্ত থাকা অপরিহার্য বলে মনে করছে দু’টি দলেরই হাই কমান্ড। তাই গ্রেপ্তার এড়িয়ে ‘সেফ জোনে’ থেকে হরতালের পক্ষে জনমত গঠনের পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

এছাড়া উভয় দলের পক্ষ থেকেই হরতাল সফল করতে চার স্তরের কর্মী বাহিনী মাঠে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এক্ষেত্রে প্রথম স্তরের কর্র্মীরা পুলিশি বাধায় পিছু হটতে বাধ্য হলে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তরের কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুনের হরতালে বিএনপি ও জামায়াতের নেতাকর্র্মীদের রাজপথে দাঁড়াতেই দেয়নি পুলিশ। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানেই রাজপথে ছিলো পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর মহড়া। কোথাও কোথাও হরতাল আহবানকারীরা রাজপথে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হয় তারা। এছাড়া চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন ও গাজীপুরের কালিয়াকৈরে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

সারাদেশে বিএনপি ও জাতায়াতের নেতাকর্মীদের ধরপাকড়ের ঘটনাও ঘটে। কেবল ঢাকাতেই গ্রেপ্তার করা হয় বিএনপির ৭১ জন নেতা-কর্মীকে। হরতাল চলাকালে মহাখালী এলাকা থেকে সংরক্ষিত আসনের চার সাবেক এমপিসহ ১৪ জনকে আটক করে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল থেকে আটক করে ৩ জনকে। এছাড়া সারা দেশ থেকে তাদের ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করে জামায়াত।
এরই পরিপ্রেক্ষিতে দল দু’টি পরবর্তী হরতাল সফল করতে গ্রেপ্তার এড়ানোর কৌশল নেয়।

বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বাংলানিউজকে জানান, গত ৫ জুনের হরতাল থেকে শিক্ষা নিয়েছেন তারা। তাই গত হরতালের যেসব ভুল তাদের ভুগিয়েছে সেসবের পুনরাবৃত্তি ঠেকাতে চাইছেন।

তারা মনে করছেন, হরতাল বিএনপি ও জামায়াতের হলেও পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা তৎপর রয়েছে মাঠে। এর ফলে বস্তুত তারাই গরম করে রাখছে হরতালের মাঠ। এ পরিস্থিতিরই সুযোগ নিয়ে আর একটি সফল হরতালের নজির গড়বে বিএনপি ও জামায়াত।

এদিকে শুক্রবার সকালে হরতাল ঘোষণার পর দুপুরেই কড়া অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ।

ডিএমপি সূত্র জানিয়েছে, টানা ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী রাখা হচ্ছে। মাঠে নামছে পোশাক ও সাদা পোশাকে প্রায় ১৫ হাজার পুলিশ। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নামানো হচ্ছে অন্তত ৩০টি স্থির ও ভিডিও ক্যামেরা।

এছাড়া শনিবার দুপুরের পর থেকে প্রতিটি এলাকায় বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি আটক করা হবে সন্দেহভাজনদের।

এ পরিস্থিতিতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার এড়িয়ে জনসংযোগে সম্পৃক্ত থাকার পরামর্শ দিয়েছে বিএনপি ও জামায়াতের হাই কমান্ড।

এজন্য ‘সেফ জোনে’ থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দলীয় সূত্র।

কেন্দ্রের এই পরামর্শ পাওয়ার পর বিএনপি ও জামায়াতের কর্মীরা যার যার আবাসিক স্থল ত্যাগ করে ভাই-বোন বা নিকট আত্মীয়, বন্ধু অথবা আস্থাভাজন কারো বাসায় শেল্টার নিচ্ছেন। যার যার অবস্থান থেকেই হরতালের পক্ষে জনমত গঠনে তৎপর থাকছেন তারা।

এ প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাংলানিউজকে বলেন, ‘হরতাল কর্মসূচি একটি গণতান্ত্রিক অধিকার। বিএনপি ন্যায়ের পক্ষে এ হরতাল আহবান করছে। এ হরতাল সফলভাবে পালিত হবে। ’

তিনি বলেন, ‘বিএনপি রাজপথেরই দল। এখন রাজপথেই লড়াই চলছে। তাই রাজপথে টিকে থাকার কৌশল তো থাকবেই। তবে সেটা এখনই প্রকাশ করা যাবে না। ’

‘যে পথে বাধা আসবে সে পথ ত্যাগ করে বাঁকা পথ দিয়ে হলেও বিএনপি হরতাল সফল করবে’ বলেও মনে করেন এই বর্ষীয়ান নেতা।

স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আমাদের হরতাল সফলভাবে পালিত হবে। কেউ বাধা দিয়ে হরতাল বন্ধ করতে পারবে না। ’

তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়েই সরকারের বিরুদ্ধে লড়াই করবো। সরকার কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার জবাব জনগণই দেবে। ’

ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন জোনে কাজ শুরু করে দিয়েছে। হরতাল সফল করতে আমরা লিফলেট বিতরণ করছি। কেন হরতাল তা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ’

তিনি বলেন, ‘যতোই বাধা আসুক আমাদের সঙ্গে জনগণ আছে। আমাদের হরতাল সফল হবে। পুলিশ দিয়ে জনদাবির এ হরতাল ব্যর্থ করা যাবে না। ’

বিএনপি চেয়ারপারসেেনর উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমরা জানি সরকার আমাদের রাস্তায় বের হতে দেবে না। ইতিমধ্যেই পুলিশ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি শুরু করে দিয়েছে। স্বৈরাচারীভাবে এসব কর্মকা- করে হরতালে বাধা দিলে তার জবাব জনগণই দেবে। আমাদের হরতাল জনগণই সফল করবে। ’

যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু বাংলানিউজকে বলেন, ‘বিএনপিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ও ফোরথ লাইন আছে। যে কোন কর্মসূচির ব্যাপারে প্রথম লাইন ফেল করলে সেকেন্ড লাইন তা সফল করবে। সেকেন্ড ফেল করলে থার্ড আর থার্ড ফেল করলে ফোরথ লাইন কর্মসূচি এগিয়ে নিতে তৎপর থাকবে। ’

তিনি বলেন, ‘আমরা লিফলেট নিয়ে মানুষের দুয়ারে গিয়ে হরতালের পক্ষে শান্তিপূর্ণভাবে সমর্থন আদায় করছি। কিন্তু ইতিমধ্যেই পুলিশ আমাদের নেতা-কর্মীদের ঘরে ঘরে তল্লাশী শুরু করেছে। কিন্তু তারা যাতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে না পেরে সেজন্য সবাইকে ‘সেফ জোনে’ রাখার পরিকল্পনা নিয়েছি। ’

তিনি আরো বলেন, ‘যেহেতু গ্রেপ্তার অভিযান চলছে। তাই আগের মতো সমবেতভাবে নয়, বিচ্ছিন্নভাবে কাজ করবো আমরা। ’

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার বাংলানিউজকে বলেন, ‘ইতিমধ্যে হরতাল সফল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করছি। লিফলেট বিতরণ ও মহল্লায় মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। ’

তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করতে হানা দেওয়া হচ্ছে তারা এরই মধ্যে ‘সেফ জোনে’ চলে গেছে। ’

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ‘হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমরা। ইতিমধ্যেই হরতালের পক্ষে থানা ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন টিম কাজ শুরু করেছে। লিফলেট বিতরণ, গণসংযোগ ও মানুষের ঘরে ঘরে গিয়ে হরতালের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছি। ’

‘পুলিশ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তার ফল হিতে বিপরীত হবে’ বলেও সরকারকে সতর্ক করেন মহানগর বিএনপির এই নেতা।

এদিকে বাংলানিউজের সঙ্গে আলাপকালে গ্রেপ্তার এড়িয়ে হরতালের মাঠে তৎপর থাকার কৌশল নেওয়ার কথা স্বীকার করেছেন জামায়াত নেতারাও।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘হরতাল সফল করার জন্য বিএনপি যা যা করছে, আমরাও তা তা করবো। ’

তিনি বলেন, ‘সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জুলুম চালিয়ে কেউই টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। ’

তিনি বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ জানাবো তাদের অবস্থান থেকে সরে আসতে। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার ভালো কিছু পাবে না। ’

হরতালে নেতাকর্মীদের গ্রেপ্তার এড়ানোর কৌশল নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গ্রেপ্তার ভয় পাই না। তবে প্রতিটি রাজনৈতিক দলেরই নিজস্ব কৌশল থাকে। আমরা এখনই তা প্রকাশ করতে চাইছি না। ’

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।