মৌলভীবাজার: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) মঈন উ আহমদের শারীরিক অবস্থা এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে বলে দাবি করছেন তার পরিবারের সদস্যরা।
তার স্ত্রী নীনা আহমেদের সঙ্গে ফোনালাপের বরাত দিয়ে স্ত্রীর বড়ভাই রেজা আহমদ বেনজীর বৃহস্পতিবার বিকেলে বাংলানিউজকে এ কথা জানান।
সাবেক এ সেনাপ্রধান বর্তমানে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেজা আহমদ বেনজীর বাংলানিউজকে জানান, মঈন উ আহমদ দীর্ঘদিন ধরেই মেরুদ-ে ব্যথা এবং ডায়বেটিসসহ নানা রোগে ভুগছেন। গত মাসের শেষে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিউইয়র্কের কুইন্সের একটি হাসপাতালে দু’সপ্তাহ আগে ভর্তি করা হয়। এরপর গত সপ্তাহে সেখানেই তার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করা হয়।
তিনি জানান, তবে জটিল ওই অস্ত্রোপচারের পর তার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দিয়েছে। এজন্য তার পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে মইন ইউ আহমদ এখন কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, হাসপাতাল থেকে কবে নাগাদ ভাইয়ের বাসায় ফিরতে পারেন সে বিষয়ে কিছু জানা নেই বলে জানান রেজা আহমদ।
আর অসুস্থতার কারণে তার দেশে ফেরার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে মইনের চিকিৎসা খরচও অনেক ব্যয়বহুল বলে জানা গেছে।
রেজা আহমদ বেনজীরের মতে, শারীরিক অসুস্থতার কারণেই আপাতত তার দেশে ফেরার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্য বা অন্য কোনও দেশে নয়, সুস্থ হয়েই দেশেই ফিরবেন সাবেক এ সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রে মঈন রাজনৈতিক আশ্রয় চাইবেন, এমন গুজবের কোনও ভিত্তি নেই। ’
তিনি আরো জানান, সর্বশেষ তার সঙ্গে আলাপকালেও মঈন উ আহমদ জানিয়েছিলেন, তার স্বপ্নের কথা। তিনি বলেছিলেন, দেশে ফিরে আগামীতে তিনি প্রতিবন্ধী আর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। এটা তার জীবনের দীর্ঘদিনের সপ্ন বলেও জানিয়েছিলেন মঈন।
জেনারেল মঈন ও নীনা আহমদ দম্পতির এক পুত্র বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত আর একমাত্র মেয়ে ইউএনডিপিতে কর্মরত রয়েছেন। আর মঈন উ আহমদের শ্বশুরবাড়ি মৌলভীবাজারে।
তার স্ত্রী নীনা আহমদ, একমাত্র পুত্র ও ছোটভাই ফ্লোরিডার ধনাঢ্য ব্যবসায়ী এসইউ আহমদ এখন মঈনের চিকিৎসার দেখভাল করছেন।
তার সুস্থতা কামনা করে সবার দোয়া চেয়েছেন স্ত্রী নীনা আহমদসহ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত মঈন উ আহমদ সস্ত্রীক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ফ্লোরিডায় অবস্থানরত ছোটভাই এস ইউ আহমদের বাসায় অবস্থান করছিলেন।
ওয়ান ইলেভেনের পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমদ। সেসময় তার নেতৃত্বে দেশে জরুরি অবস্থা জারির পর ইতিবাচক রাজনীতি আর দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নেওয়া নানা সংস্কার কর্মসূচি নানা কারণে আলোচনা আর সমালোচনার মুখে পড়ে।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জরুরি অবস্থার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় বক্তব্য দেওয়ার জন্য জেনারেল মঈন উ আহমেদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড.ফখরুদ্দীন আহমেদকে দেশে তলব করে।
কিন্তু অসুস্থতাজনিত কারণে এখন দেশে আসা সম্ভব নয় জানিয়ে জেনারেল মইন ই-মেইলে বক্তব্য পাঠিয়েছেন। কিন্তু তা গ্রহণ না করে কমিটি এখন দ্বিতীয়বারের মতো তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। এ নোটিশ হাতে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়েন মঈন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ১৬ জুন, ২০১১