ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

‘বুজরুকি কারবার’ বাদ দিন, চোখ ফেলুন সৌদিতে

মোহাম্মদ আল-আমীন, রিয়াদ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
‘বুজরুকি কারবার’ বাদ দিন, চোখ ফেলুন সৌদিতে

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। এদেশে বৈধ-অবৈধ মিলে ২২ লাখ বাংলাদেশি কাজ করছেন।

এখানে প্রতিদিনই বাংলাদেশি নাগরিকদের কেউ না কেউ অবৈধ হচ্ছেন। কেউ অবৈধ হচ্ছেন নিজের জন্য, কেউ দূতাবাসের জন্য, কেউ কোম্পানির বসদের জন্য।

দিনদিন অবৈধদের দল ভারী হচ্ছে। এটা নিঃস্বন্দেহে বাংলাদেশ সরকার তথা দেশের মানুষের জন্য খারাপ খবর।

সরকারের মন্ত্রীরা ত্রৈমাসিক ষান্মাসিক হারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গুনে তৃপ্তির ঢেঁকুর তুলে তাদের দায়িত্ব শেষ করছেন। কিন্তু প্রবাসীরা যে কী মানবেতর জীবন যাপন করছেন, তা সমাধানে তাদের কোনও ভ্রুক্ষেপ, দায়িত্ববোধ বা চেষ্টা তদ্বির তাদের আছে বলে মনে হচ্ছে না।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান পথ রেমিট্যান্স। আর প্রবাসীদের মধ্যে বৈদেশিক মুদ্রার প্রধানতম যোগানদাতা হচ্ছেন সৌদি আরবের প্রবাসীরা। অথচ গত ৫ বছর ধরে সৌদি প্রবাসী বাংলাদেশিরা আকামা (ওয়ার্ক পারমিট) নবায়ন, স্পন্সরশিপ ট্রান্সফার, পেশা পরিবর্তন এবং ফ্যামিলি ভিসাসহ সকল ক্ষেত্রে নানামুখি সমস্যায় জর্জরিত।

এর সাথে নতুন করে যোগ হয়েছে লাল, হলুদ, সবুজ রঙ্গের আক্বামা। কম্পিউটারে আকামা চেক করলে এই তিনটি ক্যাটাগরি দেখা যায়। লাখ লাখ শ্রমিক এখন লাল ক্যাটাগরিতে পড়ে গেছেন যার জন্য এই দেশের কোম্পানিগুলোই দায়ী। এই লাল ক্যাটাগরির শ্রমিকরা ইচ্ছা থাকলেও ছুটিতে যেতে পারছেন না।

আমাদের শ্রমমন্ত্রীর নতুন শ্রমবাজারের গল্প শেষ হয়ে গেছে, সিয়েরা লিয়ন, কঙ্গো কিংবা সোমালিয়া যে নতুন শ্রমবাজার হবে না, তা বুঝতেই গেছে তার দীর্ঘদিন।

আমাদের মন্ত্রীরা দেশ-বিদেশে চরকির মত ঘুরছেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নামে। কার সাথে কোন স্বার্থে কি সম্পর্কের উন্নয়ন তারা করেছেন গত তিন বছর সেই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব আমাদের মত
ছা-পোষা জনতার জানা সম্ভব না হলেও, বাংলাদেশের একচ্ছত্র শ্রমবাজার এবং ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, মালয়েশিয়ার সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারেই নড়বড়ে তা খুবই বিশ্রীভাবে দৃশ্যমান হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার ধস নামা শুরু হয়েছে। প্রতিমাসে রেমিট্যান্সের হার কমছে আশংকাজনকভাবে। নতুন শ্রমবাজার খোঁজার ‘বুজরুকি কারবার’ বাদ দিয়ে বর্তমান শ্রমবাজারের খোঁজ খবর নিন, প্রবাসীদের সমস্যাগুলো সমাধানকল্পে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আন্তরিক সম্পর্ক গড়ুন, আয়ের ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট হোন; তবেই বাঁচবে প্রবাসী, তবেই বাড়বে রেমিট্যান্স, সমৃদ্ধ হবে দেশ।

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রবাসী বাংলাদেশি
E-mail: [email protected], মোবাইল +৯৬৬৫৬৭২৪৪৩৭১


বাংলাদেশ সময় ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।