ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

পারসোনা: আড়াই মাসেও জমা হয়নি ৩ দিনের তদন্ত রিপোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১
পারসোনা: আড়াই মাসেও জমা হয়নি ৩ দিনের তদন্ত রিপোর্ট

ঢাকা: তিন দিনের রিপোর্ট দীর্ঘ আড়াই মাসেও দিতে পারেনি অভিজাত বিউটি পার্লার পারসোনার বনানী শাখায় সিসি টিভি ও হার্ডডিস্ক জব্দ করার ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি। এ রিপোর্ট এখন অনেকটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে।

এটি আদৌ আলোর মুখ দেখবে কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, ৩ অক্টোবর পারসোনার সিসি টিভি কেলেঙ্কারির ঘটনা তদন্তে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিজামুল হক মোল্লাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- একই বিভাগের সহকারী কমিশনার (প্রশাসন) মিজানুর রহমান ও সহকারী কমিশনার (পেট্রোল) নুরুল আলম।

কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। কিন্তু নানা সমস্য দেখিয়ে কমিটি প্রথম দফা মেয়াদ শেষ হলে পরবর্তীতে ৫,৭ ও ১০ দিন করে কয়েক দফা সময় নেয়। এ সময়ের মধ্যে কমিটি পারসোনার বিভিন্ন কর্তাব্যক্তিকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের সময় অনেকে তদন্ত কমিটিকে অসহযোগিতার পাশাপাশি বিষয়টি অন্যভাবে মিমাংশা করার চেষ্টা করা হয় বলে বাংলানিউজকে একাধিকবার জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা।

কিন্তু এত সময়ের পরও কমিটি রিপোর্ট দিতে না পারায় ক্রমেই জটিলতা দানা বাঁধতে থাকে।

অক্টোবরের শেষ দিকে ৪০ দিনের ছুটিতে চলে যান কমিটির গুরুত্বপূর্ণ সদস্য সহকারী কমিশনার (পেট্রোল) নুরুল আলম। এতে তদন্ত কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে।

পুলিশ সূত্রমতে, সম্প্রতি কমিটির প্রধান গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিজামুল হক মোল্লাকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। এতে করে সিসি টিভি কেলেঙ্কারির ঘটনায় পুলিশের গঠন করা তদন্ত কমিটির রিপোর্ট প্রদান অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, নতুন করে এডিসি যোগ না দেওয়া পর্যন্ত পুনরায় কমিটির কাজ শুরু হবে না। তবে কবে নাগাদ নতুন এডিসি যোগ দেবেন তাও স্পষ্ট নয়।

এ ব্যাপারে কমিটির সদস্য এসি নুরুল আলম বাংলানিউজকে বলেন, ‘কমিটি কিছু কাজ শেষ করেছে। এখন নতুন এডিসি এলে আবার কাজ শুরু হবে। ’

তদন্ত কাজ শেষ করার জন্য আরও সময় লাগবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তদন্ত রিপোর্ট বিলম্বের কারণ ব্যাখ্যা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) লুৎফল কবির বাংলানিউজকে বলেন, ‘পারসোনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই এটি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। আর এ কারণে কিছুটা সময় লাগছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট হাতে পেয়ে যাব। ’

এদিকে অপর এক সূত্র জানায়, পুলিশের তদন্ত রিপোর্ট বিলম্বিও করতে সরকারের উচ্চ পর্যায়সহ নানা প্রভাবশালীদের কাছে নিয়মিত ধর্ণা দিচ্ছেন পারসোনার স্বত্ত্বাধিকারি কানিজ আলমাস খান।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কে অবস্থিত পারসোনা বিউটি পার্লারে রুপচর্চা করতে আসা এক নারী ক্লায়েন্টের অভিযোগের প্রেক্ষিতে ওই শাখায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি সংবেদনশীল কক্ষ থেকে একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও একটি হার্ডডিস্ক জব্দ করে পুলিশ।

পরবর্তীতে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে এ ঘটনায় আলামত নষ্টের অভিযোগে ঘটনার সময় অভিযান পরিচালনাকারী গুলশান থানার এসআই মাসুদ রায়হানকে ক্লোজড করে কর্তৃপক্ষ।

অভিযোগ আছে, পুলিশি অভিযানের আগেই পারসোনা কর্মীরা সিসি টিভিতে ধারণকৃত ভিডিও’র কিছু অংশ ফেলে দেয়। এর ফলে পুলিশ পরবর্তীতে তাতে কোন আপত্তিকর দৃশ্যে পায়নি। আর একই কারণেই অভিযোগকারী নারী চিকিৎসক কোন আইনি পদক্ষেপ নিতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।