ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ম্যানসিটির শিরোপার আশা জিইয়ে রাখলেন তেভেজ-তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৩
ম্যানসিটির শিরোপার আশা জিইয়ে রাখলেন তেভেজ-তোরে

ম্যানচেস্টার: যায়া তোরে ও কার্লোস তেভেজের দ্বিতীয়ার্ধের গোলে ম্যানসিটির প্রিমিয়ার লিগ শিরোপার আশা কিছুটা হলেও টিকে রইল। রোববার ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে চেলসিকে।



তোরে-তেভেজের পাশাপাশি এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গোলরক্ষক জো হার্ট। ৫২ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি কিক রুখে দেন তিনি।

১১ মিনিট পর ডি বক্সের ভেতরেই ড্রিবলিং করে দুর্দান্ত এক গোল করেন তোরে। বেঞ্চে প্রথমার্ধ কাটানো তেভেজ ৮৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন।

তিন ম্যাচের জয়খরা কাটিয়ে শীর্ষে থাকা ম্যানইউর চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সাত পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে থেকে গেল চেলসি। এতে করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে নতুন করে সুযোগ পেল আর্সেনাল ও টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।