ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

রিয়ালের কাছে বার্সার টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৩
রিয়ালের কাছে বার্সার টানা দ্বিতীয় হার

মাদ্রিদ: লুকা মোদ্রিকের কর্নার কিক থেকে ৮২ মিনিটে সার্জিও রামোসের সফল হেড, পাঁচদিনের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ দিল রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বর্তমান শীর্ষ দলকে হারিয়েছে ২-১ গোলে।

গত মঙ্গলবার কোপা ডেল রে সেমিফাইনালের ফিরতি লেগে ৩-১ ব্যবধানে বার্সাকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ছয় মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন ফরাসি তারকা করিম বেনজেমা। কিন্তু ১৮ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সা। এ গোলে টানা তিন মৌসুমে ৫০ গোলের ধারাবাহিকতা ধরে রাখলেন আর্জেন্টাইন তারকা। এবারের মৌসুমে এটি মেসির টানা ১৬তম ম্যাচে লিগ গোল। আর ১৮তম ক্লাসিকো গোলে রিয়ালের আলফ্রেডো ডি স্টেফানোর রেকর্ডটিও ছুঁয়েছেন তিনি।

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগ মিশনকে সামনে রেখে এদিন একাদশের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫৮ মিনিটে মাঠে নামেন পর্তুগিজ তারকা।

এ জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান কমিয়ে আনল হোসে মরিনহোর শিষ্যরা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টের।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ৩ মার্চ ২০১৩
এফএইচএম/এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।