ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের বৃত্তি পেলো দু’শতাধিক মেধাবী শিক্ষার্থী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এক্সিম ব্যাংকের বৃত্তি পেলো দু’শতাধিক মেধাবী শিক্ষার্থী

ঢাকা: কর্পোরেট সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে কুমিল্লা অঞ্চলের প্রায় দু’শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে এক্সিম ব্যাংক।

সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জের রাজাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. শহিদুল্লাহ, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), খন্দকার মো. সাইফুল ইসলাম, রঞ্জন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।