ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকের ১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকের ১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রদত্ত ১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৫ অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

ঢাকা: দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রদত্ত ১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৫ অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
 
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে এ সংক্রান্ত পুরস্কার গ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।


 
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, আইসিএবি’র প্রেসিডেন্ট কামরুল আবেদিন এবং রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের চেয়ারম্যান পারভীন মাহমুদসহ বিভিন্ন ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।