ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

পদোন্নতি পেয়ে বিবি মহাব্যবস্থাপক হলেন শোয়েব আলী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পদোন্নতি পেয়ে বিবি মহাব্যবস্থাপক হলেন শোয়েব আলী

বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক শোয়েব আলী পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হয়েছেন। এর আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগে দায়িত্বরত ছিলেন।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক শোয়েব আলী পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হয়েছেন। এর আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগে দায়িত্বরত ছিলেন।

 

শোয়েব আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৪ সালে ইউএসএর ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর শেষ করেন।

এরপর বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ঘণ্টা, ডিসেম্বর: ১৭, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।