ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

বঙ্গবন্ধু মেডিকেলের সক্ষমতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংকের সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বঙ্গবন্ধু মেডিকেলের সক্ষমতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংকের সহায়তা

ঢাকা: প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এর কাছে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে সহায়তা প্রদানে ত্রিপাক্ষিক চুক্তিপত্র হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা. ইকবাল আনোয়ার ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
 
২০১১ সাল থেকে প্রাইম ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর নার্সিং অনুষদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে সহায়তা করে আসছে।

 

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।