ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ব্যাংকের বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য সম্প্রতি দিনব্যাপী পৃথক তিনটি প্রশিক্ষণের আয়োজন করে। 

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান কোর্সগুলো উদ্বোধন করেন।  

প্রধান নির্বাহী তার বক্তব্যে প্রশিক্ষণগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের কোর্সের বিষয়বস্তু ভালোভাবে আয়ত্বের নির্দেশনা দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সগুলোতে ব্যাংকের অভ্যন্তরীণ স্পিকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএম’র রিসোর্স স্পিকাররা সেশন পরিচালনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।