ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

এফডিআই বাড়াতে ব্যাংকগুলোতে হেল্প ডেস্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এফডিআই বাড়াতে ব্যাংকগুলোতে হেল্প ডেস্ক

ঢাকা: বিদেশি বিনিয়োগকারীদের সাহায্য করতে প্রত্যেকটি ব্যাংকে একটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

সেখানে বিদেশি বিনিয়োগের নিয়ম-কানুনের পাশাপাশি ব্যাংক লেনদেনের সব তথ্য থাকবে।

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) উৎসাহি করতে কার্যরত ব্যাংকগুলোতে সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি তাদের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হবে।

হেল্প ডেস্কের মাধ্যমে যাতে বিনিয়োগকারীরা আন্তর্জাতিক লেনদেনের বিষয়গুলো সহজে জানতে পারে।

বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূলধন কোথায় রাখবেন, মুনাফা কিভাবে ফেরত নেবে, বিদেশি পক্ষগুলো বিভিন্ন ফি কিভাবে পাঠাতে পারবেন, তাদের বিনিয়োগ করা অংশ কিভাবে বিক্রি করবেন।

এরকম ১০টির বেশি বিষয়ে ধারণা দেওয়া হবে। ব্যাংকের প্রধান কার্যালয় অথবা সুবিধাজনক শাখায় এই ডেস্ক স্থাপন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বৈঠকে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

গত কয়েকবছর বিদেশ থেকে ঋণ হিসেবে প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে। সেই তুলনায় মূলধন বা ইক্যুইটি আসছে কম।

এজন্য বৈদেশিক মুদ্রায় বেশি ইক্যুইটি যাতে আসে বাংলাদেশ ব্যাংক সে উদ্যোগ নিতে চাচ্ছে। এজন্য ব্যাংকগুলোতে এফডিআই বিষয়ক হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।