ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংকের ৫০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সিটি ব্যাংকের ৫০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশে ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে। এ প্রক্রিয়ায় আরএসএ ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস্ লিমিটেড প্রধান আয়োজক হিসেবে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে সিটি ব্যাংকের দ্বিতীয় স্তর মূলধন বৃদ্ধি পাবে। এর ফলে ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাতেরও উন্নতি হবে।

যেসব প্রতিষ্ঠান ও ব্যাংক সিটি ব্যাংকের এই বন্ডের গ্রহীতা হয়েছে তারা হলো, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর. কে হুসেইন এই বন্ডের সব গ্রাহক ও ইস্যু প্রক্রিয়ায় জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

সাব অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।